সিকিম সফর শেষে দিল্লিতে রওনা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

গ্যাংটক, ৫ নভেম্বর (হি.স.) : দুদিনের সিকিম সফর শেষ করে শনিবার দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিনে রাষ্ট্রপতি দক্ষিণ সিকিমের নামচির সিদ্ধেশ্বর ধাম পরিদর্শন করেন।

শুক্রবার সিকিম পৌঁছেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজধানী গ্যাংটকে তার সম্মানে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে দক্ষিণ সিকিমের নামচির সিদ্ধেশ্বর ধামে পৌঁছান। নামচি হেলিপ্যাডে তাঁকে অভ্যর্থনা জানান রাজ্যপাল গঙ্গা প্রসাদ, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সহ মন্ত্রীরা এবং ঊর্ধ্বতন সরকারি কর্তারা।

রাষ্ট্রপতি সিদ্ধেশ্বর ধাম পরিদর্শন করে শিব মন্দিরে পুরোহিতরা ‘রুদ্রাভিষেক পূজা’ করেন। রাষ্ট্রপতি তারপরে দক্ষতা উন্নয়ন বিভাগের অধীনে স্বনির্ভর গোষ্ঠীগুলির দ্বারা স্থাপিত স্টলগুলি পরিদর্শন করেন। রাষ্ট্রপতি স্বনির্ভর গোষ্ঠীর ২৬ জন সদস্য এবং সিকিমের মহিলা উদ্যোক্তাদের সঙ্গেও মতবিনিময় করেন। প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম সিকিম সফর। এ সময় তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বহু প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি, জেলা হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *