রামপুরহাট, ৫ নভেম্বর (হি. স.) : ফের বীরভূমে গরু পাচারের চেষ্টা।ঝাড়খন্ড থেকে বীরভূমের রাস্তা দিয়ে পাচার করার সময় ২৮ টি গরু বাজেয়াপ্ত করল পুলিশ।ঘটনায় ছয়জন গরু পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি পিকআপ ভ্যান।
শনিবার ভোর রাতে তিনটি পিকআপ ভ্যানে চাপিয়ে গরু গুলিকে মুর্শিদাবাদদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । সেই সময় নলহাটি রাস্তার সোনারকুন্ড গ্রামের কাছে গরু গুলি ভর্তি গাড়ি গুলিকে আটক করে পুলিশ । গাড়িগুলি তে তল্লাশি চালিয়ে ২৮টি গরু উদ্ধার হয়। সঙ্গে ৩টি পিক আপ ভ্যান আটক করল নলহাটি থানার পুলিশ। গ্রেফতার ৬।পুলিশ গাড়ি থামিয়ে আটক গরুগুলির কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি । এরপরই তাদের গ্রেফতার করা হয় । পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে বীরভূম হয়ে মুর্শিদাবাদে পাঠানো হচ্ছিল গরুগুলিকে। গোপন সূত্রে খবর পেয়ে নজরদারি শুরু করে পুলিশ। এদিন ভোররাতে নলহাটি সীমানায় গরু বোঝাই গাড়িগুলিকে আটক করে।সপ্তাহখানেক আগেও রাতের অন্ধকারে ঝাড়খণ্ড থেকে তিনটি গরু ভর্তি গাড়ি বীরভূমে ঢুকছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, ঝাড়খণ্ড সীমান্ত নলহাটি থানার নাচ পাহাড়ি গ্রামের কাছে গত শুক্রবার ভোর রাতে তল্লাশি চালিয়ে তিনটি গরু ভর্তি গাড়ি আটক করে পুলিশ। যারা গরু নিয়ে যাচ্ছিল তাদের কাছে কোন বৈধ কাগজ না থাকায়, ৩৭টি গরু ও তিনটি গাড়ি আটক করে। গ্রেফতার করা হয় তিন জনকে।
2022-11-05

