বারাণসীতে দু”টি বড় প্রকল্পের নিরীক্ষণ, অশ্বিনী বললেন সম্পূর্ণ পুনর্নির্মাণ হবে কাশী রেল স্টেশন

বারাণসী, ৫ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের বারাণসীতে ভারতীয় রেলের দু”টি বড় প্রকল্প নিরীক্ষণ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার বারাণসীর কাশী রেলওয়ে স্টেশন এবং মালভিয়া সেতু পরিদর্শন করেছেন। পরে তিনি বলেছেন, আজ দু”টি বড় প্রকল্প পরিদর্শন করা হয়েছে, যেগুলি হল গঙ্গা নদী জুড়ে একটি নতুন সেতু যাতে ৪টি রেললাইন এবং ৬টি হাইওয়ে থাকবে এবং কাশী রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণ। ৩৫০ কোটি টাকা খরচ করে কাশী স্টেশনের সম্পূর্ণ পুনর্নির্মাণ করা হবে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন আরও বলেছেন, কাশী রেলওয়ে স্টেশন বরাবর অভ্যন্তরীণ জলপথের জেটি তৈরি করা হবে। এতে এলাকার আন্তঃ মডেল উন্নয়ন হবে। তিনি আরও বলেছেন, বারাণসীর বুলেট ট্রেনের একটি সমীক্ষা এবং এর সম্পূর্ণ সম্ভাব্যতা স্টাডি করা হচ্ছে। মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত দেশের প্রথম বুলেট প্রকল্প থেকে আমরা অনেক কিছু শিখছি।