গভীর রাতে রাশিয়ার ক্যাফেতে লেলিহান আগুন, জীবন্ত দগ্ধ অন্তত ১৩ জন

মস্কো, ৫ নভেম্বর (হি.স.) : শুক্রবার গভীর রাতে আচমকা আগুন লাগে রাশিয়ার একটি ক্যাফেতে। তাতেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ১৩ জনের। মর্মান্তিক ঘটনাটি মস্কো থেকে দূরের একটি ছোট শহরের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ২৫০ জনকে নিরাপদে উদ্ধার করেন তাঁরা। আগুন লাগার কারণ অনুসন্ধান করছে পুলিশ ও দমকল।

বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা জানিয়েছেন, ভয়ংকর দুর্ঘটনাটি মস্কো থেকে ৩০০ কিলোমিটার দূরের কোস্ত্রোমা শহরের। শুক্রবার গভীর রাত আগুন লাগে পোলিগোন নামের একটি ক্যাফেতে। প্রত্যক্ষদর্শীরা রাত ২টো নাগাদ প্রথমবার আগুন খেয়াল করেন। এরপর তা দ্রুত ছড়ায়। ক্যাফেটিকে কেন্দ্র করে ৩ হাজার ৫০০ স্কোয়ার মিটারে ছড়িয়ে পড়ে আগুন। এর ফলেই ১৪ জনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়।
এদিকে প্রায় দশ মাস ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নয়া খবর, শুরুর দিকে কিছুটা এগিয়ে থাকলেও ক্রমে লড়াইয়ে কোণঠাসা হয়ে পড়ছে রুশ বাহিনী। আমেরিকা ও পশ্চিমের অস্ত্রে বলীয়ান ইউক্রেনীয় ফৌজ প্রায় অসাধ্য সাধন করে চলেছে। ইতিমধ্যে খারকভ, খেরসন, দোনবাস-সহ বেশ কিছু অঞ্চলে পিছু হঠছে রাশিয়ার সেনাবাহিনী।