নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.) : দিল্লির আবগারি কেলেঙ্কারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযান বাড়ছে। শনিবার উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার পিএ দেবেন্দ্র শর্মাকে দিল্লি থেকে ইডি গ্রেফতার করেছে। এর আগে ইডি আজ নিজেই অভিযান চালায় বলে জানা গেছে। সিসোদিয়া নিজেই টুইট করে এই তথ্য জানিয়েছেন।
তিনি টুইট করে বলেছেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা এফআইআর করে আমার বাড়িতে তল্লাশি করেছে, ব্যাঙ্ক লকার তল্লাশি করেছে, আমার গ্রামে তদন্ত করেছে, কিন্তু কোথাও আমার বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি। আজ সে আমার পিএ-র বাড়িতে ইডি তল্লাশি করেছে, সেখানেও কিছু না পাওয়া গেলে এখন তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে।