কোভিড-সংক্ৰমণ কমে ১,০৮২; সুস্থতার দিকে এগোচ্ছে ভারত, মৃত্যু কমে মাত্র ৭

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ এক হাজারের ঊর্ধ্বেই রয়েছে, তবে বিগত ২৪ ঘন্টায় কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,০৮২ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে মাত্র ৭ জনের, শুধুমাত্র কেরলেই দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৪৮৬-এ পৌঁছেছে (১.১৯ শতাংশ)। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১৫ হাজার ২০০-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,০৮২ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৬,৫৯,৪৪৭ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১৫ হাজার ২০০-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১ লক্ষ ৬৭ হাজার ৬৫৯ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৭১-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,১৩,৭৬১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *