ত্রিপুরা: ১৫২
চন্ডিগড়: ৬০/১
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর।। ঘরের মাঠ, পরিচিত পরিবে। প্রত্যাশিত রান কিন্তু সংগ্রহ করতে পারেনি ত্রিপুরার ছেলেরা। বিসিসিআই আয়োজিত ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ব্যবস্থাপনায় কোচবিহার ট্রফি ক্রিকেটের ৪ দিনের ম্যাচ ত্রিপুরা বনাম চন্ডিগড়ের খেলা আজ, শনিবার থেকে শুরু হয়েছে, নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। প্রখমে আনন্দ – দ্বীপজয় এবং পরে আনন্দ – দেবরাজ জুটি যতক্ষণ উইকেটে ছিল, তখন মনে হয়েছিল ত্রিপুরা দলের প্রথম ইনিংসের স্কোর ২০০ গণ্ডি অতিক্রম করতে পারবে। কার্যত ১৫২ রানে প্রথম ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয় ত্রিপুরা দল। সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে ত্রিপুরা দলের অধিনায়ক আনন্দ ভৌমিক প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। প্রথম একাদশ তৈরি করা হয়েছিল অতিরিক্ত একজন ব্যাটসম্যানকে নিয়ে। ব্যাটিং সহায়ক উইকেট সত্বেও ত্রিপুরা দল ৬৯ ওভার ২ বল খেলে ১৫২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। অধিনায়কোচিত ব্যাটিং আনন্দ ভৌমিকের এবং সর্বাধিক ৬৭ রান সংগ্রহ উল্লেখযোগ্য। আনন্দ ১৭৭টি বল খেলে ৯টি বাউন্ডারি হাঁকিয়ে ৬৭ রান পেয়েছে। এছাড়া দ্বীপজয় দেবের ১৭ রান, দেবরাজ দে’র ২১ রান ও অর্কজিৎ দাসের অপরাজিত ১২ রান উল্লেখযোগ্য। চন্ডিগড়ের বোলার পারস দুর্দান্ত সাফল্য পেয়েছে ৪০ রানের বিনিময়ে পাঁচটি উইকেট দখল করে। এছাড়া নীল, প্রিন্স, নিখিল, নিশুঙ্ক বিরজা ও জগজিৎ সিং প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে চন্ডিগড় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ২১ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ওপেনার ইসমিত ২৮ রানে এবং ঈশান গাবা এক রানে উইকেটে রয়েছে। অর্ণভ বানশাল ৪৩ বল খেলে চারটি বাউন্ডারি মেরে ২৩ রানে দীপ্তনূ-র বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের ফিরেছে। এই মুহূর্তে চন্ডিগড় ৯২ রানে পিছিয়ে রয়েছে তবে হাতে রয়েছে তাদের পুরো নয় উইকেট। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে।