কলকাতা, ৫ নভেম্বর (হি. স.) : বধূর অশ্লীল ছবি তুলে তাঁকে ফাঁদে ফেলে মোটা টাকা আদায়ের চেষ্টার দায়ে গ্রেফতার হল মূল অভিযুক্ত।
গৃহবধূর স্বামীর অভিযোগের ৩৭ দিনের মাথায় জমিরউদ্দিন গাজীকে শুক্রবার গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। শনিবার অভিযুক্তকে বিধাননগর আদালতে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয় বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর, রাজারহাট থানা এলাকার বাসিন্দা ২৫ সেপ্টেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করেন যে, চলতি বছর মে মাস নাগাদ তার স্ত্রীর সঙ্গে সামাজিক মাধ্যমে বন্ধুত্ব হয় এক যুবকের। তাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। পরবর্তীতে গৃহবধূ বেশ কিছু গোপন মুহূর্তের ছবি পায় সেই যুবক।
এরপরই ওই গৃহবধূর কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করতে থাকে ওই অভিযুক্ত। গৃহবধূ পুরো ঘটনা তার স্বামীকে জানালে অভিযুক্ত তার স্বামীর কাছে গৃহবধূর গোপন মুহূর্তের ছবি হোয়াটস অ্যাপের মাধ্যমে পাঠিয়ে টাকা দাবি করে। অভিযোগ, ‘যদি তিনি টাকা না দেন তাহলে সেই ছবি পর্ণ সাইটে প্রকাশ করে দেওয়ার ভয় দেখায় অভিযুক্ত’।
ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পারে চন্দননগর এলাকার বাসিন্দা জমিরউদ্দিন গাজী এই ভুয়া প্রোফাইল তৈরি করে ফাঁদে ফেলত গৃহবধূদের। পুলিশ সূত্রে খবর, এই অভিযুক্ত নাগেরবাজার এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। সেই বাড়িতে পুলিশ হানা দিলে সেখান থেকে অভিযুক্ত পালিয়ে যায়। অবশেষে ৩৭ দিনের মাথায় মূল অভিযুক্ত জমিরউদ্দিন গাজীকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তার কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এই অভিযুক্তের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সেটা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।