নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ নভেম্বর৷৷ পানীয় জলের দাবিতে তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গার রেল ব্রিজ এলাকায় পথ অবরোধ করে এলাকার জনগণ৷ দীঘদিন সমস্যার সমাধান না পেয়ে বাধ্য হয়ে পথ অবরোধে শামিল হন এলাকাবাসীরা৷ অবরোধের জেরে রাস্তার দুই পাশে বহু যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে৷অবরোধ তুলতে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়ার থানার পুলিশ৷ঘটনার বিবরনে জানা যায়, মাই গঙ্গা রেল ব্রিজ সংলগ্ণ এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা৷ স্থানীয় জনগণ বেশ কয়েকবার স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের জানালেও কেউ কোনও কর্ণপাত করেনি৷ ফলে জনগন বাধ্য হয়ে শুক্রবার পানীয় জলের দাবিতে মাইগঙ্গার রেল ব্রিজ এলাকায় পথ অবরোধ করে৷ এই অবরোধের জেরে রাস্তার দুই পাশে বহু যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে৷৷তাতে যাএী চরম দুভোর্গ দেখা দেয়৷খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকতারা ছুটে আসেন অবরোধস্থলে৷এলাকাবাসীর সাথে কথাবাতা বলেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন৷এই আশ্বাসের উপর ভিত্তি করে শেষমেশ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা৷তবে অতিসত্বর ব্যবসা গ্রহন না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুশিয়ারি দিয়েছেন৷
2022-11-04