ঝাড়গ্রাম, ৩ নভেম্বর ( হি. স.) : শুক্রবার ভোরে নিজের বাস ভবনে প্রয়াত হলেন বর্ষিয়ান জাতীয় কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা নেতা নিখিল মাইতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। প্রয়াত নিখিল বাবুর বাড়ি ঝাড়গ্রাম শহরের নতুনডিহি এলাকায়। তার মৃত্যুতে গোটা ঝাড়গ্রাম জেলা জুড়ে রাজনৈতিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার পরিবারে রেখে গিয়েছেন স্ত্রী ও এক কন্যা সন্তানকে।
জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারনে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এদিন ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে শৌচাগারে যাওয়ার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর।। নিখিল বাবু কলেজে পড়ার সময় সাতারো বছর বয়স থেকে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৯১ সালে জাতীয় কংগ্রেস থেকে ঝাড়্গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী দাঁড়িয়েছিলেন। পরে ঝাড়গ্রাম নতুন জেলা ঘোষণা হওয়ার পর ঝাড়গ্রাম জেলা সভাপতির দায়িত্বে ছিলেন। রাজনৈতিক পরিচয় ছাড়াও তিনি আদিবাসী মানুষজনদের সমস্যায় পাশে দাঁড়িয়ে তাদের কাজ করতেন। এদিন কংগ্রেস নেতা নিখিল মাইতির মৃত্যু পর কংগ্রেস নেতাকর্মীরা ছাড়াও অন্যান্য দলের নেতাকর্মীরাও শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন বাড়িতে। কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদক ভবেশ মাহাত বলেন,” বৃহস্পতিবার রাতে ভালো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলেন। এদিন সকালে শৌচাগার গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। আমরা একজন রাজনীতির অভিভাবকে হারালাম।”

