গুজরাটে আপ জিতলেই মুখ্যমন্ত্রী হবেন ইসুদান গাধভি, ঘোষণা কেজরিওয়ালের

আহমেদাবাদ, ৪ নভেম্বর (হি.স.): গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ) জিতলে মুখ্যমন্ত্রী হবেন ইসুদান গাধভি। শুক্রবার গুজরাটে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ-এর প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ইসুদান গাধভি হলেন আম আদমি পার্টির জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক।

গুজরাটে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষিত হওয়ার পরই এদিন মায়ের আশীর্বাদ নেন ইসুদান। এদিন তিনি বলেছেন, ভগবান আমাকে সমস্ত কিছু দিয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, আমাকে আশীর্বাদ করুন যাতে গুজরাটের জনগণের দুঃখ-দুর্দশা কমাতে পারি আমি। ইসুদান বলেছেন, রাজনীতিতে আসা আম আদমির শখ নয়, বাধ্যবাধকতা। গুজরাটের জনগণের দুঃখ আমি দেখতে পারিনি। অরবিন্দ কেজরিওয়ালজি বলেছেন আমার রাজনীতিতে আসা উচিত। আমি দিল্লিতে কাজ দেখেছি এবং এসে গিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *