নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ স্কিল, লোন এবং জব মেলা অনুষ্ঠিত হয় গোমতী জেলার স্কিল কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় উদয়পুর রাজর্ষি কলাকেন্দ্রে৷ প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ এছাড়া উপস্থিত ছিলেন , গোমতী জেলা শাসক গোভেকার ময়ূর রতিলাল, গোমতী জিলা সভাপতি স্বপন অধিকারী৷ উদ্বোধনি অনুষ্ঠান শেষে মন্ত্রী ঘুরে দেখেন বিভিন্ন স্টল৷ এদিন মন্ত্রীকে কাছে পেয়ে খুবই খুশি সাধারণ মানুষ৷ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ৷ স্কিল, লোন এবং জব মেলা ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷
2022-11-04

