পুঞ্চ, ৪ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভূমিধসের জেরে চাপা পড়ল একটি বাড়ি। পাহাড় থেকে মাটি এবং বিশাল পাথরের ঢাল নীচের দিকে গড়িয়ে শুক্রবার আজ ভোরে বুফলিয়াজ গ্রামের কাছে একটি বাড়ি চাপা পড়ে যায়। ঘটনাটি ঘটেছে রাজৌরি থেকে থানামান্ডি হয়ে সুরনকোট পর্যন্ত রাস্তার আপগ্রেডেশনের জন্য একটি প্রকল্পের জায়গায়। ঘটনার সময় পরিবারের মোট পাঁচ সদস্যের মধ্যে তিনজন বাড়িতে উপস্থিত ছিলেন। তিনজনই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন, এই ঘটনায় মৃত্যু হয়েছে মা ও মেয়ের। একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
অনেক প্রচেষ্টার পর পরিবারের তিন সদস্যকে ধ্বংসস্তূপের নীচ থেকে বের করে আনা হয়। তাঁদের সকলকে উপ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে চিকিৎসার সময় মারা যান দু’জন এবং পরিবারের এক সদস্যকে গুরুতর আহত অবস্থায় জিএমসি অ্যাসোসিয়েটেড হাসপাতালে রেফার করা হয়েছে। ডেপুটি এসপি সুরনকোটের তানভীর জিলানীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন নিহতদের নাম-মোহাম্মদ লতিফের স্ত্রী নাসিমা আক্তার (৩৪) এবং তাঁর মেয়ে রুবিনা আক্তার (০৯)। আহত মোহাম্মদ লতিফকে এসডিএইচ সুরানকোট থেকে জিএমসি অ্যাসোসিয়েটেড হাসপাতালে রাজৌরিতে রেফার করা হয়েছে এবং তাঁর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

