নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): আগামী বছরের নভেম্বরের মধ্যে খড়ের সমস্যার সমাধান করা হবে। আশ্বস্ত করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে বায়ুদূষণের প্রেক্ষিতে শুক্রবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, “পঞ্জাবের প্রধান হিসেবে আমি দায়িত্ব নিচ্ছি, আগামী বছরের নভেম্বরের মধ্যে আমরা খড়ের সমস্যা সমাধান করে ফেলব। কেন্দ্রেরও একসঙ্গে কাজ করা উচিত, এটি উত্তর ভারতের সমস্যা।”
এদিন দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে দূষণের প্রেক্ষিতে যৌথ সাংবাদিক সম্মেলনে করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সাংবাদিক সম্মেলনে ভগবন্ত মান বলেছেন, আমরা কেন্দ্রকে দু’টি প্রস্তাব পাঠিয়েছিলাম। কিন্তু সেই প্রস্তাব মানা হয়নি। তিনি বলেছেন, অনেক কোম্পানি আছে যারা খড় থেকে জ্বালানি তৈরি করে, কোম্পানিগুলি আগ্রহী ছিল, কিন্তু অনুমতি পায়নি।