চেন্নাই, ৩ নভেম্বর (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ছাড়াও অভিনেতা রজনীকান্তের সঙ্গে তিনি কথা বলেন। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। এদিনই মুখ্যমন্ত্রীর কলকাতা ফেরার কথা।
রাজ্যপাল লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছে, দক্ষিণী বাদ্যযন্ত্র ছেন্দা বাজান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশনের বড় ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতেই চেন্নাইয়ে যাওয়া মমতার। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও অভিনেতা রজনীকান্ত। এদিন সকালে তাঁদের সঙ্গেও দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।