নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): দেশের ৬টি রাজ্যের ৭টি বিধানসভা আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার ভোট নেওয়া হচ্ছে। এই আসনগুলি হল মহারাষ্ট্রের আন্ধেরী পূর্ব, বিহারের গোপালগঞ্জ এবং মোকামা, হরিয়ানার আদমপুর, তেলেঙ্গানার মুনুগোড়ে, উত্তর প্রদেশের গোলা গোরখনাথ এবং ওড়িশার ধামনগর। ৬টি বিধানসভা আসনে উপ-নির্বাচনের ভোটগণনা হবে আগামী ৬ নভেম্বর।
৬টি রাজ্যে বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে এদিন সকাল সাতটা থেকে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। উপ-নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। হরিয়ানার আদমপুর বিধানসভা আসনের উপ-নির্বাচনের জন্য অনেক সকালেই ভোট দিয়েছেন বিজেপি নেতা কুলদীপ বিষ্ণোই। এছাড়াও অন্যান্য রাজ্যগুলিতেও ভোট দেওয়াকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।