আগ্রা, ৩ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের আগ্রায় বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে প্রাণ হারালেন দু’জন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে আগ্রার এতমাদপুরের কুবেরপুরে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীরা জানিয়েছেন, বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এতমাদপুরের সার্কেল অফিসার রবি কুমার গুপ্তা জানিয়েছেন, ফোর্ট ডিপোর রোডওয়েজ বাসটি ফিরোজাবাদ থেকে আগ্রা আসছিল। বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন।
পুলিশ জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে বাসটি বেসামাল হয়ে ট্যাঙ্কারে ধাক্কা মারে। দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে ও ৮ জনকে উদ্ধার করে আগ্রার সরোজিনী নাইডু মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঞ্জীব গুপ্তা নামে একজন যাত্রী জানিয়েছেন, ৩৫-৪০ জন যাত্রী ছিলেন বাসে। চালক ঘুমিয়ে পড়লে বাসের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। আমার মুখে ও হাঁটুতে সামান্য আঘাত লেগেছে।