নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কেন্দ্রীয় সরকরের। বৃহস্পতিবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের প্রয়াসে আয়োজিত ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ অনুষ্ঠানে অংশ নেন। এই অনুষ্ঠানে তিনি বলেছেন, “দুর্নীতিমুক্ত ভারত, আমাদের দেশকে ‘উন্নত ভারত’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে। ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমরা তিনটি স্তম্ভ নিয়ে কাজ করছি। প্রথমত আধুনিক প্রযুক্তির পথ; দ্বিতীয়ত, মৌলিক সুবিধার ক্ষেত্রে স্যাচুরেশন স্তরে পৌঁছানোর লক্ষ্য; তৃতীয়ত আত্মনির্ভরতের পথ।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, আমাদের দেশে দুর্নীতির পাশাপাশি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও দু’টি বাধা ছিল। একটি হচ্ছে সুযোগ-সুবিধার অভাব এবং অন্যটি সরকারের অপ্রয়োজনীয় চাপ। বিগত ৮ বছর ধরে সেই ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, চাহিদা ও যোগানের ব্যবধান পূরণের চেষ্টা করা হচ্ছে। এ জন্য আমরা তিনটি পথ বেছে নিয়েছি-আধুনিক প্রযুক্তি, মৌলিক সুবিধার স্যাচুরেশনের লক্ষ্য এবং আত্মনির্ভরতা। প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতি এমন একটি খারাপ কাজ যা থেকে আমাদের দূরে থাকতে হবে।”
প্রধানমন্ত্রীর কথায়, “জনগণই ঈশ্বরের রূপ। তাঁরা সত্য জানেন এবং যখন সুযোগ আসে, তখন সত্যের পাশেই দাঁড়ান। তাই আসুন আমরা আমাদের দায়িত্ব সততার সঙ্গে পালন করি, ঈশ্বর আপনাদের সঙ্গে চলবে, জনগণ আপনাদের সঙ্গে চলবে।” ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, উদ্ভাবনী প্রযুক্তির সাহায্যে আমরা জনগণের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাকে শক্তিশালী করতে পারি। মোদী আরও বলেছেন, নতুন ভারত স্বচ্ছ এবং কার্যকরী প্রশাসনিক বাস্তুতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে।
এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের নতুন কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল চালু করেছেন প্রধানমন্ত্রী। এই পোর্টাল নাগরিকদের বিশেষভাবে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও সেরা প্রবন্ধ লেখার জন্য ৫ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী। ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ-এর থিমে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের দ্বারা পরিচালিত দেশব্যাপী প্রবন্ধ প্রতিযোগিতায় সেরা প্রবন্ধ লিখেছেন তাঁরা। ৫ ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করার পর প্রধানমন্ত্রী বলেছেন, আজ প্রবন্ধ রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেছি এবং আমি লক্ষ্য করেছি ৫ জনের মধ্যে ৪ জনই ছাত্রী। এটাই নতুন ভারতের শক্তি।