নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): দিল্লির মন্ত্রী হলেন আম আদমি পার্টি (আপ)-র বিধায়ক রাজ কুমার আনন্দ। বৃহস্পতিবার সকালে রাজ কুমার আনন্দকে দিল্লির মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা। রাজ নিবাসে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির বিধায়ক রাজ কুমার আনন্দ।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও মুখ্যসচিব নরেশ কুমারের উপস্থিতিতে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেছেন রাজ কুমার আনন্দ। শপথগ্রহণ অনুষ্ঠানের পর দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা টুইট করে জানিয়েছেন, রাজ কুমার আনন্দকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছি। তাঁকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি তিনি দিল্লি এবং জনগণের প্রগতির জন্য কাজ করবেন।