ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর।। বাঁকা পথে আবার টিসিএতে ঢোকার পথ খুজছে রাজ্যের এক প্রাক্তন ক্রিকেটার। বিগত কমিটির আমলে বেশ কয়েকমাস তাকে নির্বাচকের ভূমিকায় দেখা গিয়েছিল। ভরসা করে তাকে এই দায়িত্ব দেয়া হয়েছিলো টিসিএ থেকে। তবে এই ভরসার বিন্দুমাত্র দাম রাখে নি এই প্রাক্তন ক্রিকেটার। দল বাছাইয়ের ক্ষেত্রে বহু ক্রিকেটার থেকে আর্থিক লেনদেন ও করেছে বলে অভিযোগ রয়েছে সেই প্রাক্তন ক্রিকেটারের বিরুধ্যে। বাধ্য হয়ে একটা সময় টিসিএর পূর্বতন কমিটি এই প্রাক্তন ক্রিকেটারকে তার যাবতীয় সব পদ থেকে অব্যাহতি দেয়। অব্যাহতি পাবার পর ও এই প্রাক্তন ক্রিকেটার বহু জায়গায় হাত পা মেরেছে বলে ও সূত্রের খবর। তবে আখেরে কিন্তু তার আর কিছুই হয়নি। বিগত কয়েকমাস টিসিএতে তার ঢোকাই নিষিদ্ধ হয়ে গেল। এখন নতুন কমিটি দায়িত্ব নিয়েছে টিসিএর। এবার আবার সেই প্রাক্তন ক্রিকেটার বিভিন্ন জায়গায় হাত পা মারছেন, যাতে কোনো ক্রমে টিসিএতে প্রবেশ করা যায়।কে এই প্রাক্তন ক্রিকেটার, এটা সবাই জানেন টিসিএতে। নতুন যারাই এখন টিসিএর দায়িত্বে রয়েছেন এদের মধ্যে ব্যক্তিগত ভাবে দু তিনজনকে সামাজিক মাধ্যমে মেলাইন ও করেছেন এই প্রাক্তন ক্রিকেটার। এখন প্রশ্ন হলো, যার বিরুদ্ধে টিসিএতে কারী কারী অভিযোগ রয়েছে, তাকে কি নতুন কমিটির দায়িত্বপ্রাপকরা ফের সুযোগ করে দেবেন। বিষয়টা এখন সম্পুর্ন নির্ভর করছে তাদের উপর। কে এই প্রাক্তন ক্রিকেটার, তা আগামীতে আপনাদের জন্য তোলা রইলো। তার যাবতীয় সব কেলেঙ্কারির রেকর্ড রয়েছে। অপেক্ষা শুধুই এখন টিসিএর নতুন কমিটির সিদ্ধান্তের দিকে। কি সিধান্ত নেয় টিসিএ তার হয়ে এরপরই আসল রহস্য পরিষ্কার হয়ে যাবে। তখন নাম ধাম কাম সহকারে আপনাদের সামনে আমরাই তুলে ধরবো সেই প্রাক্তন ক্রিকেটারের আদ্য প্রান্ত ইতিহাস।
2022-11-03