তেলেঙ্গানায় দুটি সড়ক দুর্ঘটনায় ৭ যাত্রী নিহত

হায়দরাবাদ, ৩ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি এবং ভিকারাবাদ জেলায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ৭ যাত্রী নিহত হয়েছেন।

সাঙ্গারেড্ডি জেলার আন্দোল মণ্ডলের কাঁসারপল্লির কাছে একটি রাজ্য পরিবহণ নিগমের বাস এবং গাড়ির সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় গাড়িতে থাকা চার আরোহীর সবাই ঘটনাস্থলেই মারা যান। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
আরেকটি সড়ক দুর্ঘটনায়, ভিকারাবাদ জেলার থারুর মণ্ডলের বাচারামের কাছে একটি ট্রাক এবং অটোর সংঘর্ষে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। অন্য চারজন এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আহতদের ভিকারবাদের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা পেদেমুল মন্ডলের অনন্তপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজনের নাম রবি রাঠোড়। অন্যদের শনাক্ত করার কাজ চলছে।