চারদিনের সফরে আজ সন্ধ্যায় গুজরাটে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আহমেদাবাদ, ২ নভেম্বর (হি.স.) : আজ থেকে চারদিনের জন্য গুজরাটে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সন্ধ্যা ৭টার পর তিনি গুজরাটে আসবেন। এরপর তিনি মোরবিতে গিয়ে ঝুলন সেতু দুর্ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করবেন। আগামীকাল ৩ থেকে ৫ নভেম্বর রাজ্যের সাংসদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি।

এই বৈঠকে অমিত শাহ রাজ্যের ১৮২টি আসনে বিজেপি প্রার্থীদের তালিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানানো হয়েছিল। এরপর একই প্যানেলে জাতীয় সংসদীয় বোর্ডের বৈঠকে আলোচনার পর বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
রাজ্য বিজেপি সভাপতি সি আর পাতিল, সংগঠনের সাধারণ সম্পাদক রত্নাকর, অন্যান্য সিনিয়র রাজ্য নেতারা ৩ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় বোর্ডের বৈঠকে উপস্থিত থাকবেন। এই বৈঠকে শাহ নির্বাচনী কৌশলের অধীনে যোগ্য ও বিজয়ী প্রার্থী বাছাইয়েও উপস্থিত থাকবেন এবং দিকনির্দেশনা দেবেন।