শ্রীনগর, ২ নভেম্বর (হি.স.) : শ্রীনগর-লেহ হাইওয়েতে পুনরায় শুরু হয়েছে যানবাহন চলচল। জোজিলা পাসের কাছে তুষারপাত ও রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে মঙ্গলবার বন্ধ ছিল যানবাহন চলাচল, আবহাওয়ার উন্নতি হওয়ার পর বুধবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে যানবাহন চলাচল। বুধবার সকাল থেকে রাস্তার দুই দিকই খুলে দেওয়া হয়েছে।
অন্যদিকে, কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮-ঘন্টা শুষ্ক থাকবে কাশ্মীর উপত্যকা। এরপর ৫-৮ নভেম্বরের মধ্যে ফের একবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.০ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ০.২ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে মাইনাস ১.০ ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে ঠান্ডায় কাঁপছে লাদাখের লেহ ও কার্গিল।

