নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ বুধবার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলঘরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার গৌরবোজ্জ্বল উপস্থিতিতে ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীন রাষ্ট্রীয় সেবা যোজনার (এন.এস.এস) ত্রিপুরা সেল ও জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচি (এনএমএইচপি) এর যৌথ উদ্যোগে এক কর্মসূচি আয়োজিত হয়৷
বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ৫৪ তম এনএসএস ডে’ উপলক্ষে অনুষ্ঠানের করেন সূচনা করেন মুখ্যমন্ত্রী ডঃমানিক সাহা৷ তাছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা৷রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার গৌরবোজ্জ্বল উপস্থিতিতে ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীন রাষ্ট্রীয় সেবা যোজনার (এন.এস.এস) ত্রিপুরা সেল ও জাতীয়ত্তমানসিকত্ত (এনএমএইচপি) এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন৷ সার্বিক সহযোগিতা আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী৷
2022-11-02