নাগরিকত্ব নিয়ে আবার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : ‘‘এই সব রাজনীতি বন্ধ করো। গুজরাতে ভোট আসছে বলে এই সব করছে। আমরা তো এগুলো করতে দেব না। আমরা সকলেই নাগরিক। এটাই আমার থিয়োরি (তত্ত্ব)।’’ অমিত শাহের নিজের রাজ্যের দুই জেলায় কিছু মানুষকে নাগরিকত্ব দিতে চলেছে তাঁর আয়ত্তাধীন স্বরাষ্ট্র মন্ত্রক। গুজরাতের জন্য নেওয়া ওই সিদ্ধান্ত নিয়ে এভাবেই বুধবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার মতে, সামনে ভোট বলেই এ সব করা হচ্ছে গুজরাতে। বাংলায় এ সব তিনি করতে দেবেন না বলেও জানিয়েছেন তিনি। রাজ্যের অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বুধবার চেন্নাইয়ের উদ্দেশে রওনা হন বাংলার মুখ্যমন্ত্রী। তার আগে কলকাতা বিমানবন্দরে নাগরিকত্ব নিয়ে আবার বার্তা দিলেন মমতা।

গুজরাতের আনন্দ এবং মেহসানা জেলায় বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যাঁরা বসবাস করেন, তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের আওতায় তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ভোটমুখী গুজরাতে এই ঘোষণার পর উল্লসিত এ রাজ্যের বিজেপি শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *