মোরবি দুর্ঘটনা থেকে শিক্ষা: বাংলার ২১০৯টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করবে মমতা সরকার

কলকাতা, ২ নভেম্বর (হি.স.) : গুজরাটের মোরবিতে সম্প্রতি ঝুলন্ত সেতু দুর্ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া বেশ কয়েকটি ভয়াবহ সেতু দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছে। এর থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত কেবল সেতুর স্বাস্থ্য পরীক্ষা করবে।

সূত্র জানিয়েছে, পূর্ত দফতরের মন্ত্রী পুলক রাই এ বিষয়ে সব ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইঞ্জিনিয়রদের সঙ্গে কথা বলেছেন। রাজ্যের সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যে বর্তমানে পূর্ত দফতরের অধীনে ২১০৯টি সেতু রয়েছে, যেগুলি কেবল সেতু এবং প্রধানত উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের পাশাপাশি তরাই ও ডুয়ার্সের বনাঞ্চলে অবস্থিত। তাদের সকলের স্বাস্থ্য মূল্যায়ন করা হবে এবং প্রয়োজনে তাদের মধ্যে ঘাটতি পূরণ করা হবে। এসব সেতু জরিপের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
দফতরের এক কর্তা বুধবার বলেন, সমীক্ষা না হওয়া পর্যন্ত কোন সেতুটি কী অবস্থায় আছে তা নিশ্চিত হওয়া অসম্ভব। তিনি বলেন, মোরবি দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুর পর বাংলায় যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য সরকার ইতিমধ্যেই সতর্ক রয়েছে। মন্ত্রী নভেম্বরের শেষের মধ্যে রাজ্য জুড়ে সেতুগুলির স্বাস্থ্য রিপোর্ট জমা দিতে বলেছেন।