ইকুয়েডরে বন্দি স্থানান্তরের সময় বিস্ফোরণে ৫ পুলিশ কর্মীর মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা

কুইটো, ২ নভেম্বর (হি.স.): ইকুয়েডরে কারাবন্দীদের স্থানান্তরের সময় বিস্ফোরণ হামলায় অন্তত পাঁচজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার এই হামলার ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো দু’টি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রক্ষণশীল নেতা ল্যাসো দেশের বাণিজ্যের প্রসারে তার সরকারের প্রচেষ্টা প্রতিহত করতে মাদক চক্রের কারাগারের অভ্যন্তরে হিংসাকে দায়ী করে আসছেন। ইকুয়েডর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে মাদক পাচারের একটি ট্রানজিট পয়েন্ট।

স্থানীয় পুলিশ ও প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার সকালে পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াকিলের বেশ কয়েকটি এলাকায় ছ’টি বিস্ফোরণের খবর পায় পুলিশ। শহরতলিতে একটি টহল গাড়িতে হামলায় দুই পুলিশ কর্মী নিহত হন। এক টুইটার বার্তায় দেশটির পুলিশ আরও জানায়, একই দিনে আরও ৩ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এসমেরালদাসে তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। প্রেসিডেন্ট ল্যাসো এক ভিডিও বার্তায় বলেছেন, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দু’টি শহরে ৯টি বিস্ফোরণ ঘটানো হয়। মঙ্গলবার ভোরে সন্ত্রাসীদের আক্রমণ ছিল প্রকাশ্যে যুদ্ধ ঘোষণার মতো।

গুয়াকিল ও এসমেরালদাসে যা ঘটেছে তাতে স্পষ্টভাবে দেখা যায় যে ট্রান্স-ন্যাশনাল সংগঠিত অপরাধীচক্র সীমানা অতিক্রম করছে। তার সরকারের কঠোর পদক্ষেপের কারণে এ হামলা বলেও উল্লেখ করেন তিনি। তিনি গুয়াস ও এসমেরালদাস প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেখানে নিরাপত্তা বাহিনী অভিযান জোরদার করা হবে এবং রাত ৯টা থেকে কারফিউ বলবৎ থাকবে বলেও জানা গিয়েছে। ল্যাসো এই হামলার কারণে আমেরিকা সফর বাতিল করেছেন। তিনি সহিংসতা বন্ধে বারবার জরুরি ঘোষণা ব্যবহার করেন বলেও জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *