কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল নেতা সুকুর আলির বাড়ি থেকে মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক শোরগোল তৈরি হয়েছে।
এই বিষয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বুধবার বলেন, “পঞ্চায়েত ভোট সামনে আসছে, প্রত্যেক তৃণমূল নেতাদের ঘরে যদি তদন্ত করা হয় প্রচুর অস্ত্র পাওয়া যাবে। বিছানার তলা থেকে এবং মাটি খুঁড়ে অস্ত্র পাওয়া যাবে। এরা অস্ত্র মজুদ করে রাখছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে এরা রক্ত দিয়ে ভোট চায়।
লকেট বলেন, “এরা খুন দিয়ে ভোট চায়, এরা বন্দুক দিয়ে ভোট চায়। মাথায় বন্দুক ঠেকিয়ে এরা পঞ্চায়েত ভোট মানুষের কাছ থেকে নেবে এবং পঞ্চায়েত ভোটে কাউকে মনোনয়ন জমা দিতে দেবে না। এদের গ্রেফতার করা হোক। উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এরা যেন জামিনে ছাড়া না পায়।