নিয়োগের দাবীতে শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও এসটিজিটি চাকরী প্রত্যাশীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ একত্রে নিয়োগের দাবিতে শিক্ষা মন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন  করেন এসটিজিটি চাকুরি প্রত্যাশীরা৷ ২০২২ সালে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ও একত্রে নিয়োগ করা হচ্ছে না কেন তা নিয়ে দাবি জানান চাকুরী প্রত্যাশীরা৷ এই দাবী নিয়ে মঙ্গলবার শিক্ষা মন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন৷ প্রসঙ্গত, বিগত অক্টোবর মাসে  এসটিজিটি উত্তীর্ণ চাকুরী প্রত্যাশীরা শিক্ষা মন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হলে তাদের আশ্বাস দিয়েছিলেন অথ মন্ত্রীর নিকট তাদের নিয়োগ সংক্রান্ত ফাইল পাঠানো হবে৷ কিন্তু শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ দেখতে না পেয়ে পরবতী সময়ে তারা অথমন্ত্রীর দারস্ত হলে অথমন্ত্রী তাদের একত্রে নিয়োগের আশ্বাস দিয়েছিলেন৷ কিন্তু এখনো পর্যন্ত কোনো চাকুরি খবর না পেয়ে  ফের শিক্ষা মন্ত্রীর দারস্ত হয়৷  পুনরায় পরীক্ষা দিয়ে পদ সংখ্যা বাড়ানোর মাধ্যমে  একত্রে নিয়োগ করা হবে বলে শিক্ষা মন্ত্রী তাদের জানান৷তারা জানান , আরটিআই তথ্য অনুযায়ী এসটিজিটি ৫৩০৪টি শূন্যপদ থাকা সত্ত্বেও মাত্র ২৩০জন শিক্ষক নিয়োগ করবেন বলে জানিয়েছেন৷তারই প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী প্রত্যাশরীা৷শেষ পযন্ত বিক্ষোভকারীদের  পুলিশের জোর জবরদস্তি থানায় নিয়ে যান৷