নয়াদিল্লি ও বেজিং, ১ নভেম্বর (হি.স.): ঝুলন্ত সেতু ভেঙে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে গুজরাটে। আরও দু’জন এখনও নিখোঁজ। গুজরাটের মোরবি জেলায় সেতু বিপর্যয়ের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে আন্তর্জাতিক মহলও। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে চিনও। বেজিং থেকে শোকবার্তা পাঠিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
গুজরাটে সেতু ভেঙে পড়ার ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোকবার্তা পাঠিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় মাচ্ছু নদীর উপর ব্রিটিশ আমলের তৈরি শতাব্দীপ্রাচীন ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। এই ঘটনায় ১৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক জন। দু’জন নিখোঁজ।