শনিছড়া গ্রামে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত বিজেপির উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ বাগবাসা মন্ডল এর নদিয়াপুর শনিছড়া গ্রামে প্রতি বছরের ন্যায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিজয়া ও দীপাবলীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয় এবং সকাল বেলা এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর মন কি বাত অনুষ্ঠান শুনতে শতশত ভারতীয় জনতা পার্টির কার্যকরতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়৷ আজকের এই অনুষ্ঠানে বাগবাসা বিধানসভার অন্তর্গত ভারতীয় জনতা পার্টির বর্ষিয়ান কার্যকরতাদের সংবর্ধিত করা হয় ওবিসি মোর্চার প্রদেশ সহ-সভাপতি প্রদীপ কুমার নাথের উদ্যোগে৷ অনুষ্ঠানে প্রত্যেক কার্যকর্তা একে অপরকে আলিঙ্গন করে বিজয়া এবং দীপাবলীর শুভেচ্ছা বিনিময় করেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওবিসি মোর্চার প্রদেশ সহ-সভাপতি আইনজীবী প্রদীপ কুমার নাথ, কালাছড়া আর ডি ব্লকের অন্যতম সদস্য নির্মল সিংহ, পশ্চিম ইছাই লালছড়া গ্রামের প্রধান হীরালাল দাস এবং সংখ্যালঘু নেতা নল মিয়া প্রমুখগণ৷ প্রদীপ কুমার নাথ উনার বক্তব্য বলেন ২০১৮ বিধানসভা নির্বাচনের প্রাকলগ্ণে যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দলকে প্রতিষ্ঠিত করতে ঝাঁপিয়ে পড়েছিলেন৷ অনুরূপভাবে ২০২৩ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ঝাঁপিয়ে পড়বেন এবং আরো বিপুল সংখ্যক আসন নিয়ে ত্রিপুরায় বিজেপি সরকার পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং কেন্দ্রীয় রাজ্য সরকারের প্রকল্পের সুযোগ সুবিধা গ্রামের সাধারণ মানুষ পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন উনার বক্তব্যে উঠে এসেছে৷ আজকের এই অনুষ্ঠানে বাগবাসা মন্ডল এর প্রত্যেক গ্রামের প্রধান, উপপ্রধান, সমিতির সদস্য,বুথ সভাপতিগণ, বিপুল সংখ্যক পৃষ্ঠা  প্রমুখগন, বর্ষিয়ান কার্যকরতাগণ উপস্থিত ছিলেন৷ এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মন কি বাত ইনচার্জ দিপাল দাস৷ সভা শেষে মধ্যাহ্ণভোজনের আয়োজন ছিল৷ আজকের এই সভা বাগবাসা বিধানসভায় বেশ আলোড়ন তৈরি করে৷