আচমকাই অসুস্থ শরদ পওয়ার, চিকিৎসাধীন মুম্বইয়ের হাসপাতালে

মুম্বই, ৩১ অক্টোবর (হি.স.): আচমকাই অসুস্থ হয়ে পড়লেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র প্রধান শরদ পওয়ার। তিনি চিকিৎসাধীন রয়েছেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে, শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনসিপি সূত্রের খবর, আগামী ২ নভেম্বর হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন শরদ পওয়ার। এরপর তিনি ৪-৫ নভেম্বর শিরডিতে দলীয় শিবিরে অংশ নেবেন। শরদ পওয়ারের শারিরীক অবস্থা সম্পর্কে হাসপাতালের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *