নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৬ তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে রান ফর ইউনিটির আয়োজন করা হয় দেশ জুরে৷ তারই অঙ্গ হিসাবে সোমবার রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে এই র্যালীর আয়োজন করা হয়৷ র্যালীর আগে এদিন মহাবিদ্যালয় প্রাঙ্গণে সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মহাবিদ্যালয়ের অধ্যাপক , অধ্যাপিকারা৷ এদিনের র্যালীতে দেশের বিভিন্ন রাজ্যের সংসৃকতি তুলে ধরা হয়৷ সর্দার বল্লভ ভাই প্যাটেল চাইতেন সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য মিলে যাতে একটাই দেশ হয়৷ সেই একতার বার্তা ছড়িয়ে দিতেই এই কর্মসূচীর আয়োজন বলে জানান মহাবিদ্যালয়ের অধ্যাপিকা৷
2022-10-31

