নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৮ তম মৃত্যুবার্ষিকী পালন করল কংগ্রেস৷ প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়৷ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর বর্মন, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায়, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ উপস্থিত প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায় বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষ অখণ্ড রাখার জন্য আত্ম বলিদান দিতে হয়েছে৷ ১৯৪৮ সালে মহাত্মা গান্ধী, ১৯৮৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে এবং ১৯৯১ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হারিয়েছে দেশবাসী৷ তাঁদের অবদান দেশবাসী আজও স্মরণ করে৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেওয়া কর্মসূচি গুলি প্রকল্প রূপে ইউপি সরকারের আমলে জনগণের কাছে বাস্তবায়ন করা হয়েছে৷ বর্তমানে দেশের জনবিরোধী সরকার সেই প্রকল্প গুলির নাম পরিবর্তন করে মানুষকে ধোঁকা দিচ্ছে বলে সমালোচনা করলেন গোপাল রায়৷
2022-10-31