ডেঙ্গুতে মৃত্যু মুর্শিদাবাদের কংগ্রেস নেতা মহম্মদ জহরের, চিকিৎসা চলছিল কলকাতায়

কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের কংগ্রেস নেতা মহম্মদ জহর। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মহম্মদ জহর সোমবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। কয়েকদিন আগে বহরমপুরে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর চিকিৎসা চলছিল। তারপর তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার সকাল সাতটা নাগাদ তিনি মারা যান।

মহম্মদ জহরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন অধীর চৌধুরী জানিয়েছেন, ডেঙ্গিতে তাঁর অকাল মৃত্যু হয়েছে।সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস পালন করেন অধীর বাবু। কিন্তু, জহর বাবুর অকাল মৃত্যুর জন্য ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস সেভাবে পালিত হয়নি। শুধুমাত্র ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়েই শেষ হয় উদযাপন। শেষে মহম্মদ জহরের মৃত্যুতে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।