নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছেন জাইর বলসোনারো। বিপুল জনসমর্থন নিয়ে ফের প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ব্রাজিল ওয়ার্কার্স পার্টির নেতা লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। বলসোনারোই সেই দেশের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট যিনি পরপর দু’বার নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন। জানা গিয়েছে, প্রায় ৫০.৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন প্রাক্তন বামপন্থী প্রেসিডেন্ট লুলা। অন্যদিকে, বলসোনারো পেয়েছেন ৪৯.১০ শতাংশ ভোট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য লুইজ ইনাসিও লুলা ডা-সিলভাকে অভিনন্দন জানিয়েছেন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও প্রশস্ত করতে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।