নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ রাজধানী আগরতলা শহরের চিকিৎসক ডাক্তার মৃদুল দাসের চেম্বারে চুরির ঘটনার কিনারা করতে সক্ষম হল পূর্ব আগরতলা থানার পুলিশ৷
সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস জানান ২৩ অক্টোবর রাতে ডাক্তার মৃদুল দাসের চেম্বার থেকে বেশকিছু বিদ্যুতিন সরঞ্জাম চুরি করে নিয়ে যায় চোরের দল৷ ২৪ অক্টোবর ডাক্তার মৃদুল দাস থানায় মামলা দায়ের করেন৷ থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নামে৷ পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দিপ ভট্টাচার্য নামে এক চোরকে আটক করে৷ ধৃত চোরের কাছ থেকে চুরি যাওয়া বেশকিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে৷ তিনি আরও জানান ধৃত দিপ ভট্টাচার্যর সাথে আরও বেশ কয়েকজন এই চুরির ঘটনার সাথে যুক্ত রয়েছে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত দিপ ভট্টাচার্য বেশ কয়েকজনের নাম জানিয়েছে৷ ধৃত দিপ ভট্টাচার্যকে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করা হবে৷ পাশাপাশি এই চুরির ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে৷ একই সাথে চুরি যাওয়া বাকি সামগ্রী গুলি উদ্ধারের চেষ্টা চলছে৷
2022-10-30