দলীয় কর্মীদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷  প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দেশবাসীর সঙ্গে বাক্যলাপের সঙ্গে সঙ্গে বেশ কিছু বিষয়ে বার্তা দেন মন কি বাতের মাধ্যমে৷ অক্টোবর মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত দলীয় নেতৃত্ব ও কার্যকরতাদের সঙ্গে শোনেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ এদিন ৮ টাউন বড়দোয়ালী মণ্ডলের অন্তর্গত ৩৫ নাম্বার বুথে সকলের সঙ্গে মন কি বাত শোনেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন প্রত্যেকে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন৷ এবারের মন কি বাতে বড় প্রাপ্তি প্রধানমন্ত্রী ত্রিপুরার প্রসঙ্গ তুলে ধরেছেন৷ বায়ো ভিলেজের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী৷ দীর্ঘ দিন ধরে রাজ্য সরকার এই প্রকল্পের উপর কাজ করছে৷ একে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রী ছট পুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান৷  সূর্য দেবতা প্রণাম করে বলেন, সাধারণ মানুষের ওপর সূর্য দেবতার কৃপা অসীম৷ সৌর শক্তিকে ব্যবহার করে ভারতের অগ্রগতির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, ক্রমেই সৌর বিদ্যুৎ মানুষের জন্য অপরিহার্য হয়ে উঠছে৷ আগে বিহার ও পার্শবর্তী দু-একটি রাজ্যের মধ্যেই ছটপুজো সীমাবদ্ধ থাকত৷ এখন সারা দেশের বিভিন্ন প্রান্তে ছটপুজো হয়৷ ছটপুজোর অর্থ হল সূর্য দেবতার পুজো৷ সৌর শক্তির উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী৷ শোলার পাম্পের প্রসঙ্গও তুলে ধরেছেন৷ বেনিফিসেয়ায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন৷ বিদ্যুৎ একটা বড় সমস্যা৷ দুর্গম এলাকা গুলিতে সৌর শক্তির ব্যবহার বাড়ানো গেলে আর্থিক দিক থেকে লাভবান হবেন বলেও জানান প্রধানমন্ত্রী৷ এগুলিকে কাজে লাগাতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নের দিকটিও তুলে ধরেছেন৷ এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলেছেন প্রধানমন্ত্রী৷ আই আই টি গুলি এক প্ল্যাটফর্মে এসেছে৷ মন কি বাতের মধ্য দিয়ে সমগ্র দেশকে চেনা যায় বলে জানান মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *