প্রস্তুতি ম্যাচে জয়ী প্রগতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর।। প্রস্তুতি ম্যাচে জয়ী প্রগতি প্লে সেন্টারের অনুর্ধ ১৫ ক্রিকেটাররা। পরাজিত করলো ক্রিকেট অনুরাগীকে। খুশি কোচ নয়ন মনি দেববর্মা। আই টি আই মাঠে শনিবার প্রথমে ব্যাট করে অনুরাগী শিবির ৪০ ওভারে ১২৩ রান সংগ্রহ করে। পাল্টা খেলতে নেমে প্রগতি প্লে সেন্টার  ৩২ ওভারে আট উইকেটের বিনিময়ে জয়ের রান হাসিল করে নেয়। ব্যাট হাতে প্রগতির হয়ে  অংশুমান নন্দী ৪২ এবং অর্পণ দে ৩৭ রান করে। বল হাতে শুভজিত তিনটি এবং সুরজিৎ দুটি উইকেট দখল করে। অনুরাগী শিবির বহু চেষ্টা করে ও রুখতে পারলো না প্রগতি প্লে সেন্টারের ক্রিকেটারদের। মূলত ছোটদের ক্রিকেট শুরু হওয়ার আগে নিজেদের প্রস্তুতি খতিয়ে দেখতেই ওই প্রস্তুতি ম্যাচের আয়োজন। ‌