রাঁচিতে জুনিয়র থ্রো বল মীট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর।। জাতীয় জুনিয়র থ্রো বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে রাঁচিতে। ৩২ তম ওই আসর হবে ২৭-‌৩০ ডিসেম্বর। এতে ত্রিপুরার বালক বালিকা উভয় বিভাগ অংশগ্রহণ করবে। আসরে অংশ নিতে রাজ্যদল গঠনের লক্ষ্যে ১২ নভেম্বর হেজামারার সুরেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে দুপুর ১ টায় হবে নির্বাচনী শিবির। শিবিরে যাদের বয়স ১ জানুয়ারি ২০০৪ সালের পর জন্ম খেলোয়াড়রা অংশ নিতে পারবে। শিবিরে যথাসময়ে এবং জন্মের প্রমাণ পত্র নিয়ে উপস্থিত থাকতে রাজ্য থ্রোবল সংস্থার সম্পাদক জ্যোতিষ দেবনাথ অনুরোধ করেছেন।