পানীয়জলের কুয়া পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু চার ব্যক্তির

হাইলাকান্দি (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দিতে এক শোকাবহ ঘটনায় চার ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। পানীয় জলের কূপ পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ঘটেছে চারজনের। ঘটনা আজ শনিবার সকালে হাইলাকান্দি জেলার আলগাপুর রাজস্ব সার্কলের অন্তর্গত বক্ৰিহাওর প্ৰথম খণ্ডের আনোয়ারপাড় গ্রামে সংঘটিত হয়েছে।

শনিবার ভোরে স্থানীয় রসিদ আহমেদ নামের এক ব্যক্তির বাড়িতে পানীয় জলের কুয়া পরিষ্কার করতে গিয়েছিলেন দুই মিস্ত্রি ও গৃহস্থ-পরিবারের আরও তিন সদস্য। তাঁরা কুয়ায় নেমে সেটি পরিষ্কার করতে থাকেন। কিন্তু কূপটির ব্যাসার্ধ ছোট থাকায় কিছুক্ষণের মধ্যেই দমবন্ধ হয়ে পড়েন তাঁরা। ঘটনা দেখে পরিবারের মানুষ খবর দেন এসডিআরএফ বাহিনীকে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসডিআরএফ ঘটনাস্থলে উপস্হিত হয়ে কুয়া থেকে উদ্ধার করে উপরে তুলে চার ব্যক্তিকে। ততক্ষণে চারজনেরই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মৃত্যুবরণকারী চারজনকে যথাক্রমে বাড়ির মালিক রসিদ আহমেদ, তাঁর ভাই নাজিম উদ্দিন, ভাতিজা আবু সুহেল এবং মিস্ত্ৰি তসলিব উদ্দিন। সেই সঙ্গে গুরুতরভাবে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেক মিস্ত্ৰি হাসিব উদ্দিনকে।

আহত হাসিব উদ্দিনকে ইতিমধ্যেই উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্ৰ করে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।