নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ কংগ্রেস কর্মী সমর্থকদের উপর বিজেপির হামলা, আহত ২, ভাঙচুর ও লুটপাট কংগ্রেস ভবনে বলে অভিযোগ৷ ঘটনা বাগমা বাজারে৷ রাতের আধারে বাগমা বাজারে বিজেপি ও কংগ্রেসের অফিসে ভাঙচুর৷ এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে বাজারে উত্তেজনা এবং দুই দলের মধ্যে সংঘর্ষ৷ আহত দুই কংগ্রেস কর্মী৷ ঘটনার বিবরণে জানা যায় উদয়পুর বাগমা বাজারে শুক্রবার রাতে কে বা কাহারা বাজারে থাকা বিজেপি ও কংগ্রেসের অফিস ভাঙচুর করেছে৷ এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছেন৷ দুইদলের পক্ষ থেকে জানানো হয় প্রতিদিনের মতো শুক্রবার রাতে দলীয় কাজ সেরে যে যার মতো করে দলীয় কর্মীরা বাড়িতে চলে যায়৷ শনিবার সকালে বাগমা বাজারের ব্যবসায়ীরা ও পথচারিরা দুই রাজনৈতিক দলের অফিসের সামনে থাকা টিনের ছাউনি ভাঙা দেখে দুই দলের নেতাদের খবর দেওয়া হয়৷ নেতারা এসে পরিস্থিতি দেখে একে অপরের বিরুদ্ধে অভিযোগ শুরু করেন৷ খবর পেয়ে বাগমা ফাঁড়ী থানার পুলিশ ছুটে আসেন৷ উল্লেখ্য ৩১ শে অক্টোবর প্রয়াতা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কংগ্রেস ভবনের সামনে নিমাই সন্ন্যাসের অনুষ্ঠান ছিল৷ তার জন্য অস্থায়ী ছাওনি তৈরি করা হয়েছিল৷সেই ছাউনিটা কেটে ফেলেন দুষৃকতীরা এবং বিজেপি অফিসের সামনে এক ব্যবসায়ীর ছাউনি ভেঙ্গে ফেলা হয়৷ যাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ বিজেপি ও কংগ্রেসের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ব্যাপক উত্তেজনা ছড়িয়ে রয়েছে৷ ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন রয়েছে৷ যদিও এই ঘটনায় এখনো কোন গ্রেফতার নেই৷
2022-10-29

