অমৃতসর, ২৯ অক্টোবর (হি.স.): পঞ্জাবে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে দেখা মিলল একটি পাকিস্তানি ড্রোন। শনিবার পাকিস্তানি ড্রোন দেখতে পাওয়া মাত্রই সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা গুলি চালান। প্রায় ১৮ রাউন্ড গুলি চালান বিএসএফ জওয়ানরা। এরপরই ড্রোনটি উধাও হয়ে যায়।বিএসএফ সূত্রের খবর, শনিবার আন্তর্জাতিক সীমান্তের খুব কাছে একটি পাকিস্তানি ড্রোন উড়তে দেখা যায়। তৎক্ষণাৎ গুলি চালান বিএসএফ জওয়ানরা। এরপর ড্রোনটি উধাও হয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।
2022-10-29