করিমগঞ্জ (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দীর্ঘদিন কারাবাসের পর আজ করিমগঞ্জের সুতারকান্দি-বিয়ানিবাজারের শেওলা (বাংলাদেশ) শুল্ক স্থলবন্দর দিয়ে আট বাংলাদেশি নাগরিককে স্বদেশে পাঠানো হয়েছে। বিএসএফ, অসম পুলিশের সীমান্ত শাখার পক্ষ থেকে শনিবার সকালে শেওলা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে এই আট বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন ভারতে কারাবাসের পর স্বদেশে ফেরার খবর পেয়ে সকাল থেকেই শেওলা শুল্ক স্থলবন্দরে আসেন তাঁদের স্বজনরা। ভারতের কারাগাগ থেকে মুক্ত আট বাংলাদেশিরা যথাক্রমে, লালমিয়াঁ কাজি, মহির উদ্দিন, আব্দুল মতিন, লাল মিয়াঁ, ফরিদ আলম, আতাবুর রহমান, ফাইমা বেগম ও রহিম মিয়াঁ।
নির্দিষ্ট সূচি অনুযায়ী শিলচর থেকে ছয় এবং গুয়াহাটি থেকে দুজনকে আজ সকালে নিয়ে আসা হয় করিমগঞ্জে। এর পর সীমান্ত পুলিশ তাদের নিয়ে আসে সুতারকান্দি শুল্ক স্থলবন্দরে। শনিবার দুপুরে বিএসএফ এবং বর্ডার পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদের জিরো পয়েন্টে নিয়ে গিয়ে বাংলাদেশ বিজিবি এবং ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
অসম পুলিশের এএসপি (বর্ডার) সিদ্ধেশ্বর সনোয়াল জানান, আট বাংলাদেশি নাগরিককে আজ শনিবার হস্তান্তর করা হয়েছে। তারা সবাই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সাজার মেয়াদ শেষ হলে তাদের নিজ স্বদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়।