মুম্বইয়ের বোরিভালিতে ভেঙে পড়ল তিন তলা বহুতল, নীচে চাপা পড়ল ৪-৫টি গাড়ি

মুম্বই, ২৮ অক্টোবর (হি.স.): মুম্বইয়ের বোরিভালিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি তিনতলা বাড়ি। শুক্রবার বোরিভালির ওয়াজিরা নাকা এলাকায় ভেঙে পড়ে একটি তিনতলা বাড়ি। ওই বহুতলের নীচে দাঁড়িয়ে ছিল অনেকগুলি গাড়ি।তার মধ্যে ৪-৫টি গাড়ি ভগ্নাবশেষের নীচে চাপা পড়ে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও, ক্ষতিগ্রস্ত ৪-৫টি গাড়ি। দমকল ও পুলিশ পৌঁছে ভবনটি খতিয়ে দেখছে। তিনতলা বহুতলটি অনেক পুরনো বলে জানা গিয়েছে। বাড়ির মালিকের খোঁজ চলছে।