নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ মধুপুর হাসপাতাল চৌমুহনী বাইক ও অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত স্কুল ছাত্রীসহ চারজন৷ শুক্রবার দুপুর একটা টিআর০১এএন৮১৫৫ নাম্বারে একটি বাইক দ্রুত গতিতে মধুপুর থেকে কমলা সাগর যাওয়ার পথে অপরদিকে আসা টিআর০৭-৩৭৯০ নাম্বারে অটো গাড়ির সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়৷ অটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়েন স্কুল ছাত্রী সহ চারজন৷ প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মধুপুর থানার পুলিশ৷ অন্যদিকে ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় বাইক চালক৷ সংবাদ মাধ্যমে এমনটি জানান মধুপুর থানার কর্তব্যরত আধিকারিক৷
2022-10-28