কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : এনসিসি-র তহবিল বিতর্কে এ বার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার ‘ভিখারি’ হয়ে গিয়েছে বলেও কটাক্ষ ছুড়ে দিলেন। শীঘ্র রাজ্য সরকারি কর্মীদের বেতন বন্ধ হয়ে যাবে বলেও দাবি করলেন তিনি। এই সঙ্গে প্রশ্ন তুললেন দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ২৬০ কোটি টাকা দিলে, এনসিসি-র বেলায় কেন ২০ লক্ষ টাকা।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “রাজ্য আর্থিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। লজ্জা করে না অর্থমন্ত্রীর! বলছেন, ২০ লক্ষ দিয়েছেন। এনসিসি-র ২০ লক্ষ টাকা প্রয়োজন! পুজোয় তো ২৬০ কোটি টাকা দেওয়া হয়! আসলে এরা চায়, পিএফআই থাকুক, এনসিসি নয়। কোথাও চাকরি নেই। ৪০ হাজার স্থায়ী নিয়োগে বলছে দিতে পারবে না। বেতন বন্ধ হবে, চিন্তা নেই। একদম ভিখারি সরকার।”