জম্মু রেল স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে উদ্ধার সন্দেহজনক ব্যাগ, মিলল বিস্ফোরক পদার্থ

জম্মু, ২৭ অক্টোবর (হি.স.): জম্মু রেল স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে মিলল সন্দেহজনক একটি ব্যাগ। ওই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক পদার্থ।

এসএসপি জিআরপি আরিফ রিশু জানিয়েছেন, বৃহস্পতিবার আমরা জম্মু রেলওয়ে স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে একটি ব্যাগ উদ্ধার করেছি। ব্যাগে দু’টি বাক্সে ভর্তি বিস্ফোরক পদার্থ পাওয়া গিয়েছে। ১৮টি ডেটোনেটর ও কিছু তার উদ্ধার করা হয়েছে। বাক্সে প্রায় ৫০০ গ্রাম মোমের ধরনের উপাদান প্যাক করা ছিল। সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিন সুইপাররা একটি ড্রেন পরিষ্কার করার সময় ট্যাক্সি স্ট্যান্ডের কাছে সন্দেহজনক ব্যাগটি পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় রেল পুলিশে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে বম্ব ডিসপোজাল স্কোয়াডও। ওই ব্যাগ খোলার পর ১৮টি ডেটোনেটর ও কিছু তার উদ্ধার করা হয়েছে। বাক্সে প্রায় ৫০০ গ্রাম মোমের ধরনের উপাদান প্যাক করা ছিল বলে জানিয়েছে জিআরপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *