জাতীয় ব্যাডমিন্টনে রাজ্যদল গঠনের সিলেকশন ট্রায়াল শনিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর।। আগামীকাল হবে সিলেকশন ট্রায়াল। স্থান এনএসআরসিসি-র ব্যাডমিন্টন হল্। রাজ্য দল গঠনের উদ্দেশ্যেই এই নির্বাচনী শিবির ডাকা হয়েছে। আগামী ১৬ থেকে  ২০ নভেম্বর নয়া দিল্লিতে বসছে অনূর্ধ্ব ১১ বয়স ভিত্তিক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। একইভাবে অনূর্ধ্ব ১৩ বছর গ্রুপের জাতীয় আসর হবে ২৩ থেকে ২৭ নভেম্বর, উত্তরপ্রদেশের লখনৌ-তে। অনূর্ধ্ব ১৫ ও ১৭ বছর গ্রুপের জাতীয় আসর হবে ৩০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরে ভুবনেশ্বরে। বয়স ভিত্তিক সব কটি ইভেন্টে জাতীয় আসরে দল পাঠানোর উদ্যোগ নিয়েছে ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশন। এই উদ্দেশ্যে আগামী ২৯ অক্টোবর রাজধানীর এন এস আরসিসি-র ব্যাডমিন্টন হলে রাজ্য দল গঠনের সিলেকশন ট্রায়াল ডাকা হয়েছে। ওইদিন সকাল দশটায় ইচ্ছুক বয়স ভিত্তিক ব্যাডমিন্টন খেলোয়াররা প্রয়োজনীয় কাগজপত্র সহ ব্যাডমিন্টন কোচ অনুভা চৌধুরী এবং রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য নারায়ন দাসের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। বালক- বালিকা উভয় উভয় বিভাগে রাজ্য দল গঠন করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অংশগ্রহণকারীদের নিজ খরচে সিলেকশন ট্রায়ালে অংশ নিতে হবে বলে ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সচিব সঞ্জীব কুমার সাহা এ খবর জানিয়ে যথাসময়ে খেলোয়ারদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।