গুয়াহাটি, ২৭ অক্টোবর (হি.স.) : প্রবীণ অভিনেতা নিপন গোস্বামীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিপন গোস্বামীর অগ্রণী অবদানের কথা স্মরণ করে প্রবীণ অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। নিজের টুইটার হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, “অসমিয়া চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রক্ষাকারী শ্রী নিপন গোস্বামীর মৃত্যুতে আমি শোকাহত।”
টুইটারে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, “তাঁর বিভিন্ন কাজ অনেক চলচ্চিত্র-প্রেমীদের মনে থাকবে। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি।”
প্রসঙ্গত আজ বৃহস্পতিবার সকাল নয়টা ৯.১৫ মিনিটে গুয়াহাটির বেসরকারি নেমক্যায়ার হাসপাতালে কার্ডিও-অ্যাটাক হলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অসমিয়া রুপালি পর্দার ম্যাটিনি আইডল, হার্টথ্রব, শতাধিক সিনেমা ও থিয়েটারের নায়ক গোস্বামী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।